উৎসবের রঙে নিজেকে রাঙাতে কার না ভালো লাগে। আর তা যদি হয় পছন্দের শাড়িতে।
শারদীয় দুর্গোৎসবে পছন্দের শাড়ি সমাহার নিয়ে অনলাইন প্লাটফর্মে সারা তুলেছে দা চমক। ঢাকা সিনেমার নন্দিত অভিনেত্রী চমক তারা অভিনয়ের পাশাপাশি দুর্গাপূজায় বৈচিত্র্যময় শাড়ির সমাহার নিয়ে হাজির হয়েছেন। সহকর্মীদের সঙ্গে নিয়ে নিজেই শাড়ির মডেল হয়েছেন। প্রথম দেখায় আপনার মনে হবে স্বয়ং দেবী দুর্গা।
শৈল্পিক বুনন আর নান্দনিক ছোঁয়ায় প্রতিটি শাড়ি আপনার নজর কাড়বে। বিবিএ শেষ করে সিনেমা, নাটক এবং মঞ্চে দর্শকদের হৃদয়ে করার পাশাপাশি এবার শাড়ির মডেলিংয়েও সাড়া ফেলে দিয়েছেন চমক তারা।
চমক তারা বলেন, অভিনয় এর মতই আমার এই নতুন যাত্রায় নিজেকে সম্পূর্ণ নতুনরূপে মেলে ধরার চেষ্টা করেছি। মূলত নিজের ভাললাগার জায়গা থেকেই কাজটি করা। Da Chamok।