রোহিত শর্মাকে রক্ষা করতে মাঠে নামলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, ‘এমএস ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে তুলনা করার আগে আমাদের রোহিত শর্মাকে আরো সময় দেওয়া উচিত। যাতে তিনি রেজাল্ট দিতে পারেন।’
হিটম্যানকে একজন ধৈর্যশীল অধিনায়ক হিসাবে বর্ণনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি রোহিতের নেতৃত্বে মুগ্ধ হয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রেকর্ড পাঁচটি আইপিএল শিরোপা জয়ী অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন মহারাজ। টিম ইন্ডিয়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দলে এখনও পর্যন্ত সাতজন অধিনায়ক পরিবর্তন হয়েছে।
ধোনি,কোহলি,শর্মার মধ্যে কে সেরা অধিনায়ক?’ এই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে ভারত কয়েক বছর ধরে দুর্দান্ত অধিনায়ক তৈরি করেছে। প্রত্যেকেই আলাদা,তবে ফলাফল কী এবং আপনার কতটা জয় এবং পরাজয় তা গুরুত্বপূর্ণ। আমি অধিনায়কদের তুলনা করি না,প্রত্যেকেরই নেতৃত্ব দেওয়ার নিজস্ব স্টাইল রয়েছে।
ধোনিকে নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেন, ‘ট্রানজিশন পিরিয়ডে দুর্দান্তভাবে দলকে পরিচালনা করেছিলেন এবং শুধুমাত্র ভারতের জন্যই নয়,তার ফ্র্যাঞ্চাইজির (চেন্নাই সুপার কিংস) জন্যও সাফল্য অর্জন করেছেন তিনি।’ বিরাট কোহলি প্রসঙ্গে মহারাজ বলেন,‘তাঁর রেকর্ডও দুর্দান্ত ছিল। তিনি একজন ভিন্ন ধরনের অধিনায়ক ছিলেন,তিনি ভিন্নভাবে কাজ করতেন।’এরপরে রোহিত শর্মা বলেন,‘কিছুটা শান্ত এবং ধৈর্যশীল এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্তগুলি গ্রহণ করেন।খুব বেশি আক্রমণাত্মক নয়।’