The news is by your side.

পরী ‘তুমি হবে সেরা মা : রাজ

0 293

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। জন্মের এক দিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পুরো নামসহ ছবিও প্রকাশ করেন পরী-রাজ দম্পতি। এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

বিয়ের পর প্রথমবারের মতো বাবা-মা হওয়ার আনন্দে  এখনো বুঁদ হয়ে আছেন এই তারকা দম্পতি। স্ত্রী পরীমনিকে উদ্দেশ করে রাজ বললেন, ‘তুমি হবে সেরা মা। ‘

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র রাজ্য ও স্ত্রী পরীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন চিত্রনায়ক রাজ। সেই ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘তুমি আমার জীবনে কতটা সুখ নিয়ে এসেছো তা আমি পরিমাপ করতে পারবো না। জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়াটা আশীবার্দস্বরূপ। তবে তোমার সঙ্গে দেখা হয়েই আমার জীবনের মোড় পাল্টে গেছে। তোমার সঙ্গে থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তুমিই আমার সব এবং আমি নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি। তুমি হবে সেরা মা। ‘

Leave A Reply

Your email address will not be published.