The news is by your side.

মা হলেন পরীমনি

পুত্র সন্তান জন্ম দিয়ে যারপরনাই উৎফুল্ল পরীমনি

0 192

ব্যাটিং-বোলিংয়ে দারুন টাইমিং রাজ পরিমনির।

রুপালি পর্দায় একের পর এক সাফল্যের পর এবার পারিবারিক জীবনে সাফল্য অর্জন করলেন রাজ পরীমনি।

রাজ পরিমনির সংসার জুড়ে এল পুত্র সন্তান।

মা হয়ে যারপরনাই খুশি এবং গর্বিত বাংলা চলচ্চিত্রের নন্দিত এ অভিনেত্রী।

বাবা হওয়ার খবরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।  যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

রাজ আরও  বলেন, ‘পরী অন্তঃসত্ত্বা হওয়ার পর ওকে বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় থেকেছি। প্রতি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

Leave A Reply

Your email address will not be published.