The news is by your side.

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে নুসরাত ফারিয়ার হট লুক

মাঝেমধ্যেই জড়িয়ে পড়ছেন বিতর্কে

0 207

 

 

বিনোদন ডেস্ক

নুসরাত ফারিয়া। বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে ঢাকাই চলচ্চিত্র এবং কলকাতায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

 

 

 

একের পর এক আইটেম সংয়ে নিজেকে উপস্থাপন করেছেন আবার ভিন্ন আঙ্গিকে। বিশেষ করে অসাধারণ অঙ্গভঙ্গি এবং নৃত্যশৈলী ভক্ত দর্শকদের নজর কেড়েছে।

 

 

 

 

নুসরাত ফারিয়া সরব রয়েছেন প্রায় প্রতিদিনই ফেসবুক এবং ইনস্ট্রাগ্রামে পোস্ট করছেন নিজের ছবি।

ওয়েস্টার্ন লুকিয়ে পোস্ট করা এসব ছবিতে অনেকটাই খোলামেলা দেখা যায় নুসরাত ফারিয়াকে। মাঝেমধ্যে বিতর্কে জড়িয়ে পড়ছেন।

 

ফলোয়ারদের মধ্যে রয়েছে ইতিবাচক এবং নেতিবাচক প্রতিক্রিয়া। তবে এসবের তোয়াক্কা করছেন না সাহসী এই অভিনেত্রী। লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।

দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর দুই বাংলার বেশ কিছু সিনেমায় তাকে দেখা গেছে।

বলিউড তারকা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করবেন এমন ঘোষণা দিয়ে আলোচিত হন নুসরাত ফারিয়া।

 

Leave A Reply

Your email address will not be published.