The news is by your side.

হঠাৎ কী হল? সলমনকে ‘আনফলো  করলেন শেহনাজ

0 266

সলমন খানের সঙ্গে ইদানীং যাঁকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল, সেই শেহনাজ গিলও  নিরাশ করলেন। সলমনের ‘কভি ইদ কভি দিওয়ালি’-র সেট ছেড়ে বেরিয়ে গেলেন শেহনাজ।  দুজনের মধ্যে মন কষাকষি? মতপার্থক্য?

নেটমাধ্যমে সর্বত্র ভাইজানকে  অনুসরণ না করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। হঠাৎ কী হল?

প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী শেহনাজ এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন। তাঁর হঠাৎ পিছিয়ে আসায় চিন্তিত হয়ে পড়েছেন একাংশ।

যদিও শেহনাজ একা নন, চলতি বছর মে মাসে সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মাও ছবির সেট থেকে বেরিয়ে আসেন। সলমন খান ফিল্মস-এর সঙ্গে তাঁর সৃজনশীল বিষয়ে মতপার্থক্যের কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অভিনেতা।

অন্য দিকে, জহির ইকবালও ‘কভি ইদ কভি দিওয়ালি’-র কাজ ছেড়ে দিয়েছিলেন। নির্মাতারা এখন আয়ুষ এবং জহিরের জায়গায় দুই নতুন অভিনেতার সন্ধানে রয়েছেন।

ফরহাদ সামজি পরিচালিত ‘কভি ইদ কাভি দিওয়ালি’-তে টিকে থাকলেন পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম এবং রাঘব জুয়াল।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত, কমেডি-ড্রামা ছবিটির সলমনের ৫৭তম জন্মদিনের তিন দিন পর মুক্তি পাওয়ার কথা।

Leave A Reply

Your email address will not be published.