The news is by your side.

মেসি-নেইমারে পিএসজির গোল উৎসব

0 203

 

একাই জোড়া গোল করলেন লিওনেল মেসি; এছাড়া সতীর্থ নেইমার জুনিয়রকে দিয়ে করালেনও এক গোল। অন্যদিকে নেইমার নিজে আবার অবদান রাখলেন সতীর্থদের তিন গোলে।

তাদের এমন উজ্জ্বল পারফরম্যান্সে ভর করে ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুম বিশাল জয় দিয়ে শুরু করলো পিএসজি।

শনিবার রাতে মৌসুমের প্রথম ম্যাচে ক্লেরমন্ট ফুটকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে গালতিয়েরের দল।

মাত্র নবম মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। পাবলো সারাবিয়ার ক্রসে বল মেসির পায়ে পৌঁছায়। এরপর দারুণ ফ্লিকে বল নেইমারের দিকে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড; দারুণ এক কোণাকুণি শটে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

ক্লেরমন্টের বিপক্ষে দ্বিতীয় গোলটি আসে হাকিমির নৈপুণ্যে। ২০তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নেইমারের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন হাকিমি। ৩৮ মিনিটের মাথায় নেইমারের দুর্দান্ত ফ্রি-কিকে অনেকটা বিনা বাধায় হেড করে বল জালে জড়ান পিএসজি অধিনায়ক মার্কুইনহোস।

দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে ফের ক্লেরমন্টের রক্ষণের দেয়াল ভেদ করেন মেসি-নেইমার। এবার মাঝমাঠ থেকে বল নিয়ে নেইমারের দিকে বাড়িয়ে দিয়ে নিজে দৌড়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তখনও শেষ হয়নি পিএসজির গোল উৎসব। ৮৬ মিনিটে পেরেদেসের লাফিয়ে ওঠা বাড়ানো বল বাইসাইকেল শটে ক্লেরমন্টের জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন মেসি। বাকি সময় ক্লেরমন্ট কোনো জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

দারুণ জয়ে পিএসজি ফুটবালারদের উপর তৃপ্ত নয়া কোচ গালতিয়ের। ম্যাচ শেষে জানিয়েছেন পিএসজির ডিএনএ-তেই রয়েছে গোলের নেশা।

 

Leave A Reply

Your email address will not be published.