The news is by your side.

ইউক্রেনীয় শিশুদের দেখে চোখে জল প্রিয়াঙ্কার

0 237

রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু ইউক্রেনীয়। গোটা ইউক্রেন জুড়ে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার। বাতাসে আজ বারুদের গন্ধ, পাখির ডাক নয়, বোমার আওয়াজেই আজ ঘুম ভাঙে সেদেশের মানুষের। বাদ যায়নি শিশুরাও। তারাও আজ শৈশব হারিয়েছে। শেষমেশ দেশ ছেড়ে পরভূমে আশ্রয় নিয়েছেন বহু ইউক্রেনীয়। সেভাবেই পোল্যান্ডে র উদ্বাস্তু শিবির-ই এখন বহু ইউক্রেনীয়র ঠিকানা। ভিটে-মাটি হারিয়ে সেখানেই সংসার পেতেছেন তাঁরা। পরিচয় হারিয়ে তাঁরা এখন শুধুই উদ্বাস্তু। এমনই কিছু ইউক্রেনীয় মহিলা ও শিশুদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

ইউনিসেফের দূত হিসাবেই পোল্যান্ডের শরণার্থী শিবিরে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা। শরণার্থীদের সঙ্গে কথা বলা এবং তাঁদের সঙ্গে কিছু সময় কাটানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তাঁদের দুঃখে সমব্যাথী হতে দেখা যায় অভিনেত্রীকে। প্রিয়াঙ্কাকে পেয়ে সবথেকে বেশি খুশি ছিল ইউক্রেনীয় শিশুরা। প্রিয়াঙ্কা নিজেও ইউনিসেফের তরফে আয়োজিত শরণার্থী শিশুদের ছবি আঁকা, হাতের কাজের সেমিনারে সামিল হন। তাঁদের কথা শুনে আবেগপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। শরণার্থী মহিলাদের সঙ্গে কথা বলার সময়, তাঁদের দুর্দশার কথা শুনে চোখ দিয়ে জল গড়়িয়ে পড়ে প্রিয়াঙ্কা চোপড়ার। শরণার্থী শিবিরের এমনই নানান আবেগঘন মুহূর্ত উঠে এসেছে প্রিয়াঙ্কার পোস্ট করা ভিডিয়োতে। ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যুদ্ধের এই ক্ষতগুলি খবরের কাগজে দেখি না। আজ ওয়ারশো ইউনিসেফের মিশনে গিয়ে আমি সেগুলিই প্রত্যক্ষ করলাম।’

Leave A Reply

Your email address will not be published.