The news is by your side.

আমি কি বাচ্চা তৈরির মেশিন নাকি!

0 156

 

স্বামী আর দুই পুত্র নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor)। সেখান থেকেই সইফের সঙ্গে বেবোর একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপরই ছড়িয়ে পড়ে করিনা কাপুর খানের তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন। করিনা তৃতীয়বার মা হলে, হিসেব বলছে পঞ্চম সন্তানের বাবা হবেই পতৌদির ছোটে নবাব।  আর এখবরে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়ায়।

লন্ডন থেকে ভারতে ফিরে বিষয়টি নিয়ে ফের মুখ খুলেছেন কারিনা। হিন্দুস্তান টাইমসকে এই অভিনেত্রী বলেন—‘আমি কি মেশিন আবার বাচ্চা হবে? এই পছন্দটা আমার উপরে ছেড়ে দিন।’

অন্তর্জালে ছড়িয়েপড়া ছবির বিষয়ে গত ২০ জুলাই মধ্যরাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেত্রী লিখেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে এমনিতেই তার অনেক অবদান।’

করিনা আরও বলেন, ‘আমি হলাম সেই ব্যক্তি, যে কোনও কিছুই লুকিয়ে রাখে না। সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। সকলের উচিত আমাদেরও আমাদের মতো করে বাঁচতে দেওয়া।’

Leave A Reply

Your email address will not be published.