The news is by your side.

অবৈধ সিম নিবন্ধনচক্রের প্রধানসহ আটক ৫

0 230

 

কক্সবাজার অফিস

কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক। আটকরা হলেন- জয় বিশ্বাস, মো. জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা।

জামিলুল হক জানান, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারন মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের ৫ জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য মিলেছে। তিনি আরও জানান চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

Leave A Reply

Your email address will not be published.