The news is by your side.

‘শেয়ারবাজার কোনো মাছের বাজার নয়’

0 690

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শেয়ারবাজার কোনো কাঁচাবাজার কিংবা মাছের বাজার নয় যে সকালে বিনিয়োগ করবেন আর বিকালে তুলে নেবেন। এজন্য প্রয়োজন অন্তত মধ্যমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা। তাড়াহুড়ো না করে বুঝে শুনে বিনিয়োগ করুন। যে দেশের পুঁজিবাজার যত শক্তিশালী সে দেশের অর্থনীতির ভিত তত মজবুত।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিনিয়োগকারী ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার সম্পর্কে মানসিকতার পরিবর্তন করতে হবে। বিশ্বের সব দেশেই পুঁজিবাজারে উত্থান-পতন ঘটে। আমাদের বাজারের সবাই যে ভাল তা আমি বলব না। দু’একজন থাকবেই যারা চাইবে রাতারাতি বড়লোক হতে। টাকা বানাতে চাইবে। এটা কিন্তু ঠিক নয়। ফলে আমাদের মানসিকতা বদলাতে হবে। শেয়ারবাজারের সাথে অর্থনীতি সরাসরি সম্পৃক্ত। এখানে বিনিয়োগ করতে হবে বুঝেশুনে। এখানে আমরা প্রত্যেকে বিজয়ী হব। লাভবান হব।

তিনি আরও বলেন, পুঁজিবাজার একটা পরিবারের মত। শেয়ারবাজারের সকল প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। ব্যবসায় লাভ করা কোনো অপরাধ নয়। কিন্তু কাউকে ঠকিয়ে ব্যবসা করা যাবে না। এটা অপরাধ। আর লাভের অংশ থেকে যাকাত দিতে হবে। নাহলে লাভের অর্থ হালাল হয় না।

Leave A Reply

Your email address will not be published.