The news is by your side.

বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া?

0 383

 

 

এই তো সেদিন বিয়ে হল রণবীর-আলিয়ার।  আড়াই মাস যেতে না যেতেই অন্তঃসত্ত্বা নববধূ?

সোমবার সুখবরটা ভাগ করে নিয়েছেন নবদম্পতি। আর তার পর থেকে নেটদুনিয়ায় উপচে পড়ছে মিম, হাসি ঠাট্টা।

কেউ বলছেন, এত তাড়াতাড়ি?  তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া? আর এক দল রীতিমত খেপে! বলছেন, হলেই বা আগে, এ তো সুখবরই!

এ সব জল্পনার মাঝে কন্ডোম সংস্থার তরফে একটি শুভেচ্ছাবার্তা পোস্ট করা হয়, যা নিমেষে ভাইরাল। রণবীর অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির এক জনপ্রিয় গানকে ব্যবহার করেছে তারা। গানের লাইনটা সামান্য বদলে তারা লিখেছে, ‘মেহফিল মে তেরি, হম তো ক্লিয়ারলি নহি থে’। অর্থাৎ, ‘রণবীর-আলিয়ার আনন্দ উৎসবের মাঝখানে আমার (পড়ুন কন্ডোমের) কোনও জায়গা ছিল না।’ তাই তো সন্তান এল আলিয়ার গর্ভে!

সেই মজাদার পোস্ট দেখে হাসির রোল চারপাশে। রণলিয়ার দুই থেকে তিন হওয়ার খবরে যেন আর এক ধাপ রক্তিম আভা যোগ করেছে কন্ডোম সংস্থার এই শুভেচ্ছা বার্তা।

যদিও হবু মাকে নিয়ে এখন খুশির জোয়ার বলিপাড়ায়। লন্ডনে হলিউডের ছবির শ্যুট সেরে কবে ঘরে ফিরবেন আলিয়া সেই অপেক্ষায় দিন গুনছে কপূর এবং ভট্ট পরিবার।

Leave A Reply

Your email address will not be published.