The news is by your side.

জি-২০ সম্মেলনে অংশ নেবেন পুতিন

0 252

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নভেম্বরে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে ক্রেমলিন।

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এ সম্মেলনে। তবে সম্মেলনে তিনি সশরীরে না কি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন তা খোলাসা করে বলেননি পুতিন।

মস্কোতে সোমবার এক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন পুতিনের সহকারী ইউরি উশাকভ।

পর্যায়ক্রমিক নিয়মে ইন্দোনেশিয়া এবার সংস্থাটির চেয়ারম্যান হওয়ায় রাশিয়াকে সম্মেলন থেকে বাদ দিতে দেশটির ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং বর্তমান জি-২০ চেয়ারম্যান জোকো উইদোদো অবশ্য রাশিয়াকে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রত্যাহার করেননি। এমনকি এপ্রিলের শুরুতে তিনি ঘোষণা করেছিলেন যে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও দাওয়াত দেবেন বিশ্বনেতাদের সাথে জি-২০ সম্মেলনে মেহমান হিসেবে যোগ দেয়ার জন্য।

পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের জানানো আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন।

আগামী ৩০ জুন রাশিয়া সফরে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো। এ সময় দুই নেতা এ বিষয়ে আলাপ করবেন বলে জানান উশাকভ।

Leave A Reply

Your email address will not be published.