এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি পাচ্ছেন না দীপিকা পাডুকোন। কারণ ‘পদ্মাবত’ সিনেমায় তার অভিনয় এতটাই প্রশংসিত ছিল যে, তাতে সবার ধারণা ছিল এ বছর ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পাচ্ছেন দীপিকা। কিন্তু আসরের দিন যেন পুরোনো হিসেব আর মিললো না। ‘রাজি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ডটি পেলেন আলিয়া ভাট।
সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মেঘনা গুলজার ‘রাজি’র জন্য। সেরা গায়কের পুরস্কার পেয়েছেন অরিজিত্ সিং তার ‘অ্যায় ওয়াতন’ গানের জন্য। গণমাধ্যমের কাছ থেকে প্রশ্ন ছিল আলিয়ার পুরস্কার তিনি কীভাবে দেখছেন? দীপিকা বলেন, ‘এটা স্বাভাবিক যে, যার কাজ বেশি প্রশংসিত সে-ই পুরস্কার পাবে। এক্ষেত্রে আলিয়া আমার চেয়ে যোগ্য বলেই অ্যাওয়ার্ডটি পেয়েছে।’