রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছেন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।
সোমবার বেলা আড়াইটার দিকে বনানী ডি-ব্লকের ১৭ নম্বর সড়কে ‘বসতি হরাইজন টাওয়ার’ নামের ভবনে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানাতে পারেননি তিনি।
এর আগে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান সমকালকে জানান, ‘বসতি হরাইজন টাওয়ারের’ বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছিলেন অগ্নিনির্বাপক বাহিনীর ওই কর্মকর্তা।