The news is by your side.

দ্রুত গলছে হিমবাহ  :সরিয়ে নেয়া হচ্ছে এভারেস্টের বেস ক্যাম্প

0 255

কাঠমুন্ডু প্রতিনিধি

বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের কারণে দ্রুত হারে গলে যাচ্ছে হিমবাহ, তাই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এভারেস্ট বেস ক্যাম্প। টেলিফোনে ভিশন নিউজ ২৪কে নেপাল পর্যটন দফতর বিষয়টি নিশ্চিত করেছে ।

স্থান থেকে মূল পর্বতারোহণ শুরু হয়, তাকে বলে বেস ক্যাম্প। এভারেস্টের শিখরে ওঠার বেস ক্যাম্পটি রয়েছে খুমবু নামক একটি হিমবাহের উপর। উচ্চতা ৫৩৬৪ মিটার। প্রতি মরসুমে প্রায় ১৫০০ পর্বতারোহী এই হিমবাহের উপর ক্যাম্প করেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অতিদ্রুত গলে যাচ্ছে এই হিমবাহটি। তাই বেস ক্যাম্প অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে করছেন নেপালের পর্যটন দফতরের কর্তারা।

ফেব্রুয়ারি মাসেই একটি গবেষণায় জানা যায়, ২০০০ বছরেরও বেশি প্রাচীন এই হিমাবাহটি এত দ্রুত হারে গলছে যে, ২০৫০ সাল নাগাদ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই হিমাবাহটি। নেচার পত্রিকায় প্রকাশিত এই গবেষণাটি সামনে আসতেই নড়েচড়ে বসে নেপাল প্রশাসন। কিন্তু বেস ক্যাম্পটি সরিয়ে কোন জায়গায় নেওয়া হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফ থেকে।

 

Leave A Reply

Your email address will not be published.