সাগরে নিজের শক্তিকে আরও বাড়াতে চীন আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিমানবাহী রণতরী চালু করেছে। এর নাম দিয়েছে ফুজিয়ান।
দেশটির সংবাদমাধ্যম জানায়, সাংহাইতে চীনের রাষ্ট্রীয় শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) শিপইয়ার্ডে শুক্রবার সকালে দেশটির সর্বশেষ ও অতি আধুনিক এ রণতরী চালু করা হয়। ২০১৮ সাল থেকে এর নির্মাণকাজ চলছিল।
গ্লোব্যাল টাইমস জানায়, ফুজিয়ানের কমান্ডিং অফিসারের কাছে নামকরণের প্রশংসাপত্রটি হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে রণতরীটির উদ্বোধন করা হয়। এর পর এটি বন্দর ছেড়ে যায়।
ফুজিয়ান প্রথম বিমানবাহী রণতরী, যা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে নিজ দেশে।
দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) স্যাটেলাইট থেকে পাওয়া ছবি প্রকাশ করে চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, যে কোনো সময় এ বিমানবাহী রণতরী চালু করা হতে পারে।