The news is by your side.

পদ্মা সেতু বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি: পররাষ্ট্রমন্ত্রী

0 227

 

নিজস্ব প্রতিবেদক

ষড়যন্ত্র আর অপতৎপরতার জাল ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয়ী   ও দূরদর্শী নেতৃত্বে   নির্মিত পদ্মা সেতু, বিশ্বকে আরো একবার জানান দিলো বাংলাদেশের সক্ষমতার কথা।

আজ রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্রেটেজিক স্টাডিজ   আয়োজিত দুই দিনব্যাপী   সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়   পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

বি আই আই এস এস সভাপতি কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে   আলোচনায় অংশ নেন –   প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শমসের মবিন চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক ড.আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ   ডক্টর নাজনীন আহমেদ সহ  বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি বৃন্দ।

ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, করোনা অতিমারি এবং রাশিয়া-ইউক্রেন সংকটে যখন গোটা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতি   চরমে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে   তখন বাংলাদেশ   জিডিপি প্রবৃদ্ধির হার স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন পররাষ্ট্র নীতির কথা উল্লেখ করে   ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, আন্তর্জাতিক  বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ   ইতোমধ্যে আদর্শ গন্তব্য হিসেবে   স্থান করে নিতে সক্ষম হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.