The news is by your side.

বিচ্ছেদের মেঘ কাটতেই প্রেমে বানভাসি, সিদ্ধার্থ-কিয়ারা!

0 251

সিদ্ধার্থ-কিয়ারা।  চোখে হারাচ্ছেন একে অন্যকে। ব্যস্ততার মধ্যেও আরও কাছাকাছি। দূরত্ব ঘোচাতে এ বার কি বিয়ে?

বিচ্ছেদের মেঘ কাটতেই প্রেমে বানভাসি! আবার একাকার সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণী। ভক্তরাও খুশির জোয়ারে ভাসছেন। যদিও তাঁরা জানেন না, এর থেকেও বেশি খুশির খবর অপেক্ষা করে আছে তাঁদের জন্য। সব ঠিক থাকলে খুব শিগগিরিই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন যুগলে!

কর্ণ জোহর। অসংখ্য জনপ্রিয় ছবির প্রযোজক-পরিচালক নাকি শুধুই তারকাসন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন না, বরং সময়ে সময়ে তিনি সফল ‘মদনদেব’ও। অনেক বিচ্ছেদ নাকি থমকে গিয়েছে তাঁর আঙুলের ইশারায়!

সত্যি জানতে গেলে পিছিয়ে যেতে হবে কর্ণের জন্মদিনে। ওই দিন উদ্‌যাপন পার্টিতে আমন্ত্রিত সিদ্ধার্থ-কিয়ারা দু’জনেই। সম্পর্কের দূরত্ব কমাতেই নাকি এই আয়োজন। একমাত্র কর্ণ জানতেন, যুগলে মন থেকেই ভালবেসেছিলেন পরস্পরকে। তাই তাঁদের বিচ্ছেদ, তাঁদের যন্ত্রণা ছুঁয়ে গিয়েছিল তাঁকেও। কর্ণের পার্টিতেই আগের মতো উচ্ছ্বল তারকা যুগল। আনন্দে প্রকাশ্যেই পরস্পর আলিঙ্গনে ধরা দেন। সেই দৃশ্য নিমেষে ভাইরাল। জন্মদিনে কর্ণের কাছে এর থেকে বড় উপহার কী হতে পারে?

আপাতত বাঁধভাঙা ভালবাসা দুই তারকার মনে। একে অপরকে আঁকড়ে ধরেছেন আরও। চোখে হারাচ্ছেন যখন তখন। কাজের ব্যস্ততার মধ্যেও পরস্পর কাছাকাছি। হাতের কাজ শেষ হলেই নাকি লম্বা ছুটি। একান্তে ভালবাসতে উড়ে যাবেন বিদেশে! তার পরেই  বিয়ের ঘোষণা!

 

Leave A Reply

Your email address will not be published.