The news is by your side.

ইউক্রেনে সহায়তা পাঠাতে পারছে, নিজেদের স্কুল নিরাপদ করতে পারছে না:  ট্রাম্প

0 646

ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর আগে নিজেদের স্কুলগুলোকে নিরাপদ করার আহ্বান জানিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেছেন, ইউক্রেনের চেয়ে নিজেদের স্কুল সুরক্ষায় তহবিল সরবরাহ করা বেশি গুরুত্বপূর্ণ।

আগ্নেয়াস্ত্র বহন নীতি সহজ করতে প্রচার চালানো এমন একটি গ্রুপের আয়োজিত সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তোলেন, কীভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৪ হাজার কোটি ডলার সহায়তা পাঠাতে পারছে, কিন্তু স্কুলগুলোকে নিরাপদ করে তুলতে পারছে না।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক তরুণ একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। ভয়াবহ এ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র আইন নিয়ে আবারো বিতর্ক শুরু হয়েছে। অনেকে মনে করেন, এ ধরনের হামলা বন্ধে অস্ত্র আইন আরো কঠোর করা উচিত। ট্রাম্প অবশ্য তাদের দলে নন। বরং তিনি অস্ত্র কেনাবেচা ও বৈধভাবে তা বহনের আইন আরো সহজ চান।

ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে মনোযোগ দেয়ার আগে আমাদের উচিত নিজের দেশে শিশুদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা।

Leave A Reply

Your email address will not be published.