The news is by your side.

২৭ মে স্টার সিনেপ্লেক্সে  টম ক্রুজের নতুন সিনেমা-  টপ গান: ম্যাভেরিক’

0 223

 

 

তিন যুগ পর পর্দায় আসছে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো সিনেমা ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি। এবারের সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’। পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত অবলিভিয়ন সিনেমার পরিচালক জোসেফ কোসিনস্কি। সিনেমাটি প্রযোজনাও করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে।

২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে। এরইমধ্যে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট এবং কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের সিনেমা ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে। মুক্তির পরপরই তখনকার সময়ে বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি বিশ্বব্যাপী ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে।

প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত এ সিনেমার মাধ্যমেই সারা বিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ। চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল অ্যাকশন ধারার এই সিনেমা। গান’। প্রয়াত টনি স্কট পরিচালিত সিনেমার ‘টেক মাই ব্রিথ অ্যাওয়ে’ গানটি পেয়েছিল অস্কার পুরস্কার।

গত ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়। সেখানে অংশ নিয়েছেন সিনেমার প্রধান অভিনেতা টম ক্রুজ। আগের সিনেমা শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’।

এবারের সিনেমায়ও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। এখানে তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে। নৌবাহিনীর নতুন প্রজন্মের পাইলটদের পরামর্শদাতা সে। টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।

 

Leave A Reply

Your email address will not be published.