The news is by your side.

প্রেমে জড়াজড়ি সিদ্ধার্থ-কিয়ারা:  উস্কে দিলেন জল্পনা

0 250

 

 

‘ভুলভুলাইয়া ২’। এ দিকে, বাস্তবে দু’জনের সম্পর্কটাই যেন ‘ভুলভুলাইয়া’ ঠেকছে অনুরাগীদের চোখে! নতুন ছবির প্রদর্শনে সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী যেন নতুন করে উস্কে দিলেন জল্পনার আগুন!

সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কের রসায়ন নিয়ে শুরু থেকেই দেদার চর্চা বলিউডে। বেশ কয়েক বছর ধরেই রটছিল, জমিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। টিনসেল নগরীর যত্রতত্র তো বটেই, একে-অন্যের বাড়িতে ঢোকা-বেরনোর ফাঁকেও পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হচ্ছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। অনুরাগীরা ধরেই নিয়েছিলেন, এ সম্পর্ক এগোচ্ছে বিয়ের দিকেই। এ দিকে, যাদের নিয়ে এত কাণ্ড, তাঁদের মুখে কুলুপ!

তার মধ্যেই আচমকা কেমন যেন বিচ্ছেদের গন্ধ। বলিপাড়া সরগরম। সম্পর্ক ভেঙে কি আলাদা হয়ে যাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা। সে ধন্দও কেটে গেল ক’দিনের মধ্যে। সলমনের খানের বাড়িতে ইদের পার্টিতে ফের যুগলে হাজির ‘শেরশাহ’-র নায়ক-নায়িকা। সম্পর্কে ভাঙনের গুজব তুড়িতে উড়িয়ে!

নতুন করে প্রেমের চর্চার মধ্যেই ফের দেখা দিয়েছেন তারকা-যুগল। নিজেদের নতুন ছবি ‘ভুলভুলাইয়া ২’-র বিশেষ প্রদর্শনে একসঙ্গে এসেছেন।

কথা বলেছেন সারা ক্ষণ। ভালবেসে জড়িয়েও ধরেছেন একে-অন্যকে। ছেঁকে ধরেছেন পাপারাৎজিরা। তবু সম্পর্ক নিয়ে একটা কথাও বার করা যায়নি তারকা জুটির থেকে। যদিও অনেকেই বলছেন, কিয়ারাকে নিয়ে প্রশ্ন আসতেই লজ্জায় যেন লাল হয়ে গিয়েছিলেন তাঁর ‘প্রেমিক’!

সে কিছু বলুন বা না-ই বলুন সিদ্ধার্থ আর কিয়ারা! জনসমক্ষে দু’জনে কাছাকাছি, একে অন্যকে জড়িয়ে। উচ্ছ্বাসে মাতোয়ারা ভক্তকুল!

 

Leave A Reply

Your email address will not be published.