ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেন বিশ্বের বৃহত্তম সামরিক জোটে যোগদানের জন্য আবেদন করেছে।
স্টলটেনবার্গ বলেন, আমি ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড ও সুইডেনের অনুরোধকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার। দুই নর্ডিক দেশের রাষ্ট্রদূতদের কাছ থেকে আবেদনপত্র পাওয়ার পর স্টলটেনবার্গ সাংবাদিকদের এ কথা বলেন।
এই আবেদন এখন ন্যাটোর ৩০ সদস্য পর্যালোচনা করবে। এদের মধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তির বিষয়টি শুরু থেকেই বিরোধিরা করে আসছেন।