বিনোদন ডেস্ক
১৭ মে কৌশানীর জন্মদিন। এমন শুভক্ষণেই জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা ঘোষণা করলেন অভিনেত্রী। নতুন পথচলাতে সঙ্গী বনি সেনগুপ্ত।
কয়েক মাস আগেই টলিপাড়ার অন্যতম চর্চিত জুটির বিচ্ছেদের খবরে সরগরম হয়েছিল নেট মাধ্যম। যদিও তখনই বনি জানিয়েছিলেন, সব সম্পর্কের মতোই তাঁদের মধ্যেও মান-অভিমান হয়। বিচ্ছেদ হয়নি। এমনকী কৌশানীও জানিয়েছিলেন, তাঁরা আলাদা হননি। এবার সেই খবরেই সিলমোহর দিলেন।
১৬ মে মধ্যরাত থেকেই কৌশানীর জন্মদিনের বিশেষ উদযাপন শুরু হয়েছে। সমস্ত আয়োজন করেছেন স্বয়ং বনি। বার্থডে কেক, ওয়াইন, সঙ্গে বেলুনের সাজে চমকে দেন কৌশানীকে। উপস্থিত ছিলেন সমস্ত কাছের বন্ধুরা। সোমবার সকালে মা দুর্গাকে ভোগ উৎসর্গ করে জন্মদিনের উদযাপন শুরু করেছেন কৌশানী। দুর্গাবাড়িতে দু’হাজার লোককে খাইয়েছেন তিনি। মঙ্গলবার রাতেও একটি বিশেষ পার্টির আয়োজন করেছেন বনি।
প্রযোজক হিসেবে পথচলা শুরু করলেন কৌশানী। নয়া প্রযোজনা সংস্থা খুলছেন অভিনেত্রী। তবে প্রথম কোন ছবি তাঁরা প্রযোজনা করবেন সে কথা জানাতে চাননি। খুব শীঘ্রই ছবির ঘোষণা করবেন বলেই জানান বনি সেনগুপ্ত।