The news is by your side.

 রাধে শ্যাম: প্রভাস-পূজা হেগড়ের প্রথম জুটি

0 292

 

 

প্রভাস সম্ভবত নিজেও বোঝেননি প্রথম ছবিতেই তাঁর আর পূজা হেগরের জুটি এত ভাল লাগবে দর্শকদের। ‘বাহুবলী’-র পরে এই ছবিতে তিনি হস্তরেখাবিদ। ছবিতে শোনা গিয়েছে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। ছবির শ্যুট হয়েছে ইতালি, জর্জিয়া এবং হায়দরাবাদে।

বলিউড ভেল্কি দেখিয়েই যাচ্ছে। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ প্রথম দিনেই ১০ কোটি। প্রভাস-পূজা হেগড়ের প্রথম জুটি মাত্র তিন দিনে ১৫১ কোটি ব্যবসা করে ফেলল! সমালোচিত হয়েও প্রযোজক, পরিচালকের মুখে যুদ্ধ জয়ের চওড়া হাসি এনে দিয়েছে ‘রাধে শ্যাম’। বলিউডের খবর, মুক্তির আগেই নাকি স্যাটেলাইট, ডিজিটাল সত্ত্ব বিক্রি করে ২০০ কোটি উপার্জন করে ফেলেছে এই ছবি।

প্রভাস সম্ভবত নিজেও বোঝেননি প্রথম ছবিতেই তাঁর আর পূজার জুটি এত ভাল লাগবে দর্শকদের। ‘বাহুবলী’-র পরে এই ছবিতে তিনি হস্তরেখাবিদ। এ ছাড়াও, ছবিতে শোনা গিয়েছে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। ছবির শ্যুট হয়েছে ইতালি, জর্জিয়া এবং হায়দরাবাদে।

১১ মার্চ মুক্তি পেয়েছে গুলশন কুমার এবং টি-সিরিজের ‘রাধে শ্যাম’।  ইউভি ক্রিয়েশনের প্রযোজনায়, রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ছবির সম্পাদক কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও।

 

Leave A Reply

Your email address will not be published.