দুর্ঘটনার শিকার হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
আঘাত পাওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাশরাফির পায়ে ২৭টি সেলাই দেওয়া হয়েছে।
আজ ঢাকায় নিজের বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর এখন তাঁকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।
চোট–আঘাত যেন মাশরাফির পিছু ছাড়ছেই না। কদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগটা খেলেছেন পিঠের চোটের সঙ্গে লড়াই করে। একদিন খেলা শেষে বাসায় ফেরার সময় বাইক দুর্ঘটনার শিকারও হয়েছিলেন তিনি।