দেশের বাইরে কখনই ঈদ উদযাপনের ইচ্ছে নেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। জয়ার কাছে ঈদের সৌন্দর্য যেনো দেশেই। দেশের বাইরে ঈদ করলে সেটা পরিপুর্ণ ঈদ মনে হয় না বলেই জানালেন।
তিনি বলেন, যত ব্যস্ততাই থাকুক, বাংলাদেশে ঈদ উদযাপন ছাড়া কিছু ভাবতে পারিনা। দেশের বাইরে আর কখনই ঈদ উদযাপন করব না’দেশের বাইরে ঈদ না করার পেছনে রয়েছে জয়ার অশ্রুসিক্ত অভিজ্ঞতা। একবার কলকাতায় তার ঈদ কাটাতে হয়েছিল। ঈদের দিন তার মেনুতে ছিল মিষ্টি পোলাও, মাটন আর বাসি পরেজ। হয়তো মায়ের হাতের খাবারের কথা মনে পড়ছিল অভিনেত্রীর। সেদিন কাঁদতে হয়েছিল তাকে।