The news is by your side.

জামিন পেলেন মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল

0 256

 

 

জামিন পেয়েছেন মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। রবিবার মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া তার জামিন প্রদান করেন।

বিজ্ঞান ক্লাসে ধর্ম অবমাননার কথিত অভিযোগে হৃদয় মণ্ডলকে  ২২ মার্চ থানায় নিয়ে আসে পুলিশ। পরে বিদ্যালয়টির অফিস সহকারী বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২৮ মার্চ মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এ তার জামিন আবেদন করা হলে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে জামিন নামঞ্জুরের পরিপ্রেক্ষিতে তার আইনজীবী মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিনের জন্য ৪ এপ্রিল ফৌজদারি মিস মামলা করেন। পরে আসামির জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।

হৃদয় মণ্ডল মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউপির বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান বিষয় পড়ান।

 

Leave A Reply

Your email address will not be published.