The news is by your side.

টিপ টিপ টিপ…

0 249

 

 

টিপ টিপ টিপ। মেয়েরা কত রকম ভাবে সাজতে পারে। বেচারা ছেলেদের সাজগোজের বেশি কিছু নেই। নানা রকম অলংকার, শাড়ি মিনিস্কার্ট হাইহিল, এমন কী টিপটাও পরতে পারে না। মুসলমান পুরুষেরা তো কল্পনার ঈশ্বরের উদ্দেশে  কল্পনার বেহেস্ত পেতে  মাথা ঠুকতে ঠুকতে কালো দাগ বানিয়ে ফেলেছে কপালে। ওটিই তাদের কালো টিপ।

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক  ড. লতা সমাদ্দার তাঁর গ্রীন রোডের বাড়ি থেকে তেজগাঁও কলেজের দিকে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে। এক পরহেজগার পুলিশ তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন।  করেছেন কারণ প্রভাষক কপালে টিপ পরেছেন। পরহেজগার পুলিশ টিপ একেবারেই সহ্য করতে পারেন   না। তিনি মনে করেন, টিপ জিনিসটা ইসলামবিরোধী। লোকটি এই দেশে ইসলামবিরোধী কিছুই ঘটতে দেবেন  না বলে পণ করেছেন। লোকটির মুখে  লম্বা দাড়ি। গোঁফ নেই, কিন্তু দাড়ি আছে। এ তো পুরো আইসিসের চেহারা। তাহলে দেশের পুলিশবাহিনীতে  আইসিসপন্থী  বেশ আছে!

–নিশ্চয়ই আছে।

–এরা বাংলাদেশকে কী বানাতে চায়?

–দ্য ল্যান্ড অব ইসলাম।

–তাহলে তো বাংলাদেশের পতাকা,  জাতীয় সঙ্গীত কিছুই আর থাকবে না?

–নাহ। উড়বে ইসলামের পতাকা,  কালো কাপড়ে  লাইলাহা লেখা  পতাকা।

–জাতীয় সঙ্গীত?

–সঙ্গীত হারাম। কলেমা আওড়াতে হবে ক্বলব থেকে।

–পুলিশবাহিনী সে কাজে নেমে গেছে?

–পুলিশবাহিনী শুধু নয়। সকলে।

–তারপরও যদি মেয়েরা টিপ পরে?

–মুণ্ডু কেটে ফেলা হবে।

–তাহলে ঠিক আছে।

–কী ঠিক আছে?

–বাংলাদেশ সঠিক পথেই যাচ্ছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.