পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। পার্লামেন্ট ভেঙে দিতে প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশের পরই তিনি এই সিদ্ধান্ত নিলেন।
ইমরান খানের বিশেষ সহকারী শাহবাজ গুল পার্লামেন্ট ভেঙে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। দেশটির তথ্য প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং এখন আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।
এর আগে আজ রবিবার ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধানের অনুচ্ছেদ ৫–এর বিরোধী আখ্যা দিয়ে দেশটির ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন।