The news is by your side.

কোনো অগ্রগতি ছাড়াই সমাপ্ত তুরস্কে ইউক্রেন-রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

0 293

 

তুরস্কের বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী৷ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন এই বিষয়ে অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ হয়েছে৷

তিনি জানান, বেসামরিক নাগরিকদের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে একটি নিরাপদ করিডোরের প্রস্তাব করেছিলেন তিনি। কিন্তু ‘দুর্ভাগ্যবশত মন্ত্রী লাভরভ এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়ার মতো অবস্থানে ছিলেন না।’

সংক্ষিপ্ত বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কুলেবা জানান, ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানবিক সমস্যাগুলো সমাধান করতে’ ২৪ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাবও উত্থাপিত হয়েছিল। তবে এই বিষয়ে অগ্রগতি হয়নি। ‘যেহেতু মনে হচ্ছে রাশিয়ায় এই বিষয়টির সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য লোক আছে।’

তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি ফের লাভরভের সঙ্গে বৈঠকে বসতে চান।

তিনি আরও জানিয়েছেন, ইউক্রেন কূটনৈতিকভাবে চলমান এ দ্বন্দ্বের সমাধান করতে রাজি আছে। কিন্তু তারা রাশিয়ানদের কাছে আত্মসমর্পণ করবেন না।

তিনি আরও জানিয়েছেন, এখন যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। তারা যুদ্ধ চালিয়ে যাবে।

তিনি আরও জানিয়েছেন, যেহেতু রাশিয়া এ যুদ্ধ শুরু করেছে ফলে  রাশিয়াকেই এটি বন্ধ করতে হবে। ইউক্রেন চাইলেও যুদ্ধ বন্ধ করতে পারবে না।

তবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে ভিন্ন কথা বলেছেন রাশিয়ার পররাষ্টমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাশিয়া তাদের দাবিগুলো ইউক্রেনের সামনে তুলে ধরেছে। তাছাড়া মানবিক করিডোরের বিষয় নিয়েও কথা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.