সানিয়া আশিক জুবিন। ২০১৮ সাল থেকে পাক-রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
সাইবার অপরাধের শিকার হয়েছেন তিনি। তাঁর ছবি এবং অশ্লীল ভিডিয়ো বানিয়ে তা নেটমাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে। তার পরই নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে তাঁর নাম।
এই ঘটনা সামনে আসার পর পুলিশের কাছে দোষীদের গ্রেফতারের দাবিতে অভিযোগও করেছেন তিনি। ইতিমধ্যে তদন্তে এক জন গ্রেফতারও হয়েছে। তবে ধৃত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। জানা গিয়েছে, লাহৌর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ভাইরাল ভিডিয়োয় সানিয়ার সঙ্গে পর্নোগ্রাফিতে ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। ভিডিয়ো নিয়ে তোলপাড় হয়ে ওঠে পাকিস্তান। সানিয়াকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। প্রকাশ্যে এসে সানিয়া দাবি করেন, ভিডিয়োর ওই মহিলা তিনি নন। তাঁর মতো দেখতে অন্য কেউ।
পাকিস্তানে এই বিধায়কের দাবি সত্যি নাকি ভিডিয়ো সত্যি, তা নিয়ে পাকিস্তানে বিস্তর চর্চা চলছে। কিন্তু সে সবের ঊর্ধ্বে মহিলার রূপ নিয়েও মেতে উঠেছে নেটমাধ্যম।
সুন্দরী এই বিধায়কের ছবি ছড়িয়ে পড়ছে নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
মাত্র ২৫ বছর বয়সে পঞ্জাব বিধানসভার কনিষ্ঠতম সদস্য হয়েও সে বার শিরোনামে উঠে এসেছিলেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের ঘনিষ্ঠ সানিয়া।