নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডায়াবেটিসের মাত্রা বেশি থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, দুটি পা-ই অপারেশন করতে হবে, সেক্ষেত্রে একটি পা আজীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে।
নুরনবী চৌধুরীর উপর বর্বরোচিত হামলার দশ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় কারো শাস্তি হয়নি। নুরনবী চৌধুরী এবং তার পরিবারের দাবি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের নির্দেশে তার সন্ত্রাসীরা এ হামলা চালায়।
নূরনবী চৌধুরীর মেয়ে সোনিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, এখনো পর্যন্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাবার কোন খোঁজ খবর নেননি। নুরনবী চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা জঘন্যতম এই হামলায় মির্জা কাদের এবং তার অনুসারীদের বিচার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।