The news is by your side.

ভারতীয় নাগরিকের কাছে একজন নায়ক বঙ্গবন্ধু: নরেন্দ্র মোদি

0 477

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ভারতীয় নাগরিকের কাছে নায়ক। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধুকে মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন বলেও উল্লেখ করেছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এক টুইটে তিনি এ কথা বলেন।

টুইটারে দেওয়া পোস্টে মোদি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমি। স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন তিনি। সকল ভারতীয় নাগরিকের কাছে একজন নায়ক বঙ্গবন্ধু।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা আমার জন্য সম্মানের।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা আমার জন্য সম্মানের।’

 

Leave A Reply

Your email address will not be published.