The news is by your side.

শেখ হাসিনা অন্যতম অনুপ্রেরণাদায়ী নেত্রী: কমনওয়েলথ মহাসচিব

0 424

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্যতম অনুপ্রেরণাদায়ী নারী নেত্রী হিসেবে অভিহিত করেছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড। কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের মধ্যে ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণাদায়ী’ তিনজনের নাম উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে শেখ হাসিনা অন্যতম।

৫৪ দেশের জোট কমনওয়েলথের প্রধান প্যাট্রেসিয়া আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে গত বৃহস্পতিবার নিজের টুইটারে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে তিনি বলেন, ‘আমাদের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে আমি তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তাঁরা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

নারী নেতৃত্বের বিষয়ে প্যাট্রেসিয়া স্কটল্যান্ড আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় তাঁরা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।

কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘এই তিন ব্যক্তিত্ব বিশ্বের আরও অনেক নারীর পাশাপাশি আমাকে এমন একটি বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছেন, যেখানে নারী-পুরুষনির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত থাকবে।’

 

 

Leave A Reply

Your email address will not be published.