দেশের সবচেয়ে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। সকাল আটটায় ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়।
সকাল আটটার আগেই ভোট দেওয়ার জন্য বড় রাজাপুর উদয়ন ক্রিকেট একাডেমি কেন্দ্রে উপস্থিত হন আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা। তিনি সকাল আটটায় এ কেন্দ্রে ভোট দেন। ভোটদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। আগে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা আশঙ্কা থাকলেও আপাতত তিনি সে রকম কোনো লক্ষণ দেখছেন না। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে সকাল সাড়ে ৮টায় ধানের শীষে মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী বসুরহাট এইচছি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
তিনিও সন্তোষ প্রকাশ করে বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাননি। ভোটের সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তুষ্ট। বিকেল ৪টা পর্যন্ত এভাবেই ভোট চলবে বলে তিনি আশা প্রকাশ করেন। সুষ্ঠু ভোটে যে জয়ী হবে তাকে বরণ করে নেবেন বলেও জানান তিনি।