বিয়ের পর অভিনয়ে নিয়মিত হয়েছেন মডেল অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি তিনি অভিনয় করলেন মুক্তিযুদ্ধের গল্পের একটি নাটকে। নাম ‘যুদ্ধ দিনের প্রেম’। এটি পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রাসেল। পুবাইলে এর শুটিং শেষ হয়েছে।
নাটকে ফারিয়ার বিপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। ফারিয়া বলেন, ‘যুদ্ধ ও প্রেমের গল্পই নাটকের মূল উপজীব্য। গল্পটি অসাধারণ। এর আগে মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে অভিনয় করেছি। এবারের কাজটিও বেশ ভালো হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।
নাটকটি স্বাধীনতা দিবসে বাংলাভিশনে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এই নাটকটি ছাড়াও ফারিয়া সম্প্রতি দুটি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন। ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আর ‘ফ্যামিলি অ্যালবাম’ নাটকটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত।
এতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ধারাবাহিকে মাসের একটা নির্দিষ্ট সময়ে কাজের সিডিউল দিতে হয়। এতে অভিনয় করতে গিয়ে অনেক সময় ভালো গল্পের এক ঘণ্টার নাটকও মিস হয়ে যায়। সবকিছু মিলিয়েই ধারাবাহিকে কাজের আগ্রহ কম ছিল। নতুন ধারাবাহিকের গল্পটি অসাধারণ। তাই অভিনয়ে রাজি হয়েছি।’