জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননাকারীদের বিরুদ্ধে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে ভাস্কর্য, ম্যুরাল ও স্ট্যাচুর পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের প্রচারণা চালাতে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ও বায়তুল মোকাররমের খতিবের প্রতি নির্দেশনা দিয়েছে আদালত।
এক রিটের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শাহ মঞ্জুরুল হক ও নাহিদ সুলতানা যুথী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন শুনানি করেন।