The news is by your side.

বিদেশে অর্থপাচারকারীদের সম্পর্কে তথ্য চেয়েছেন হাইকোর্ট

রাজনীতিকরা নন বরং সরকারি কর্মচারীরাই বিদেশে বেশি অর্থপাচার করেন

0 512

 

 

বিদেশে অর্থপাচারকারীদের সম্পর্কে যাবতীয় তথ্য চেয়েছেন হাইকোর্ট।

১৭ ডিসেম্বরের মধ্যে যাবতীয় তথ্য দিতে অর্থসচিব, দুদক চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার (২২ নভেম্বর) স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন।

১৮ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পররাষ্ট্রমন্ত্রী ওইদিন বলেছিলেন, ‘রাজনীতিকরা নন বরং সরকারি কর্মচারীরাই বিদেশে বেশি অর্থপাচার করেন।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কানাডায় তিনি খোঁজ নিয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী রাজনীতিকদের চেয়ে সরকারি কর্মচারীদের বিশাল সংখ্যা দেখে তিনি অবাক হয়েছেন।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অনেক সরকারি কর্মকর্তার টরন্টোতে বাড়ি আছে। তাঁদের ছেলে-মেয়েরা সেখানে পড়ালেখা করছে। এমন পরিস্থিতি শুধু কানাডায় নয়, মালয়েশিয়াতেও দেখা যায়।

 

Leave A Reply

Your email address will not be published.