মিয়ানমারের সাধারণ নির্বাচনে অধিকাংশ আসনেই জয়লাভ করেছে ক্ষমতাসীন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
এনএলডি ৩৪৬টি আসনে জয়লাভ করেছে। যেখানে মিয়ানমারের সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন। যদিও ফলাফল ঘোষণা শেষ হয়নি। এখনও ৬৪ আসনের ফল ঘোষণা হয়নি।
২০১১ সালে দেশটিতে সেনা শাসনের অবসান ঘটে এবং গণতন্ত্রের যাত্রা শুরু হয়। এরপর রবিবার মিয়ানমারে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয় পায় সু চির দল। সে বছর দলটি সংসদের মোট ৩৯০ আসনে বিজয়ী হয়। কিন্তু বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে হওয়ায় ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়েও দেশটির প্রধানমন্ত্রী হতে পারেননি সু চি। একই কারণে এবারও তিনি জয়ী হলে প্রধানমন্ত্রী হতে পারবেন না। বর্তমানে এই নেত্রী ‘স্টেট কাউন্সিলর’ হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬১ আসন রয়েছে।