ফের বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার পর্যন্ত বিশ্বে এই ভাইরাসে ৫ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত এক মাসে এই ভাইরাসে শনাক্ত হয়েছে এক চতুর্থাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাসে বিশ্বে করোনার ভয়াবহ সংক্রমণ দেখা দেয়। যেখানে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিনিয়ত শনাক্ত হয়েছে এক লাখের বেশি মানুষ। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী।
পরিসংখ্যানে দেখা গেছে, বিগত সাত দিনে গড় হিসেবে বিশ্বে এই ভাইরাসে দৈনিক সংক্রমণিত হয়েছে ৫ লাখের বেশি মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনে আবির্ভাব হওয়া এই ভাইরাসে এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ মারা গেছে। এই ভাইরাসে ৩ কোটি মানুষ থেকে ৪ কোটি সংক্রমিত হতে ৩২ দিন সময় লেগেছে। এর পরবর্তীতে এই ভাইরাসে এক কোটি সংক্রমিত হতে সময় লেগেছে মাত্র ২১ দিন।
ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলেতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন ও নানা বিধি নিষেধ চালু হয়েছে। শঙ্কা, এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ কী আরো ভয়াবহ হবে।