The news is by your side.

বোরকা যে ধর্ষণ থামাতে পারে না, মনে করিয়ে দিলেন মিম

0 703

 

 

দেশে নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটলেই এক শ্রেণির মানুষ মেয়েদের পোশাকের দোষ দিতে শুরু করেন। তাদের বক্তব্য, মেয়েরা বোরকা পরেলেই নাকি সব ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কিছু ধর্মীয় নেতাও এসব বক্তব্য দিয়ে থাকেন। কিন্তু বাস্তবতা হলো, বোরকা পরা মাদ্রাসার ছাত্রীরাও ধর্ষণের শিকার হচ্ছে। বলাৎকারের শিকার হচ্ছে মাদ্রাসার ছেলেরা! প্রতিদিন আসছে বীভৎস সব খবর। বোরকা যে ধর্ষণ থামাতে পারে না, সেটাই আবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

সোশ্যাল সাইটে মিম লিখেছেন, বোরকা পরেও নিরাপদ নেই মেয়েরা। ধর্ষণ কি কমছে ? এর শেষ কোথায়? মেয়ে হয়ে জন্ম নেয়াটাই কি পাপ ? তুমি ধর্ষক, তোমার জন্মটাতো মেয়ের গর্ভেই। পৃথিবীর আলোতো কোনো মেয়েই দেখিয়েছে তোমাকে। তবে কেন মেয়ের প্রতি এতো তৃষ্ণা ? অন্য মেয়েকে স্পর্শ করতে কি ভেসে আসেনা মায়ের চেহারাটা?’

তিনি আরও লিখেছেন, ‘তুমি পুরুষ না, কারণ তোমার পুরুষত্বে কালিমা আছে। তুমি মানুষ না কারণ তোমার বিবেকের অভাব , তুমি ধর্ষক। yes, you are a rapist. Pls #STOPRAPE. প্রতিটা ধর্ষককে উন্মুক্ত স্থানে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। চিনিয়ে দেয়া হোক ওরা ধর্ষক, ওদের বিচার এভাবেই হবে।’

 

 

Leave A Reply

Your email address will not be published.