রাজধানীর কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে আনসার আল ইসলামজঙ্গি সংগঠনের সদস্য শামসুল আলমকে গ্রেফতার করেছে র্যাব।
গত রাতে র্যাব-৪ অভিযান চালিয়ে নগরীর কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। শামসুল আলম আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য।
র্যাব সুত্র জানিয়েছে গত ৫ বছর যাবত সে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় সদস্য সংগ্রহসহ আনসার আল ইসলামের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলো।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শামসুল আলম (২৬) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়।
গ্রেফতারকৃত জঙ্গি সদস্যের কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
১৫ নভেম্বর ২০১৯ তারিখ ‘আনসার আল-ইসলাম’ এর ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাতক্ষীরা জেলার আমির ইকরামুল ইসলাম এর দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ২৯ আগস্ট রাত ০১.৩০ ঘটিকার সময় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড হতে “আনসার আল ইসলাম” এর হবিগঞ্জ জেলার আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলম (২৬)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।