আন্তর্জাতিক ডেস্ক
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ‘বোর্ড অব পিস’-এ যুক্ত করতে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘বোর্ড অফ পিস’ উদ্যোগে যোগদানে উৎসাহিত করার প্রচেষ্টা হিসেবে এই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট প্রস্তাবিত বোর্ডে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে চান। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেছেন, সে কি সত্যিই এমন বলেছে? যাই হোক, কেউই তাকে চায় না, কারণ সে খুব শিগগিরই ক্ষমতা ছাড়বে। তিনি আরও যোগ করে বলেছেন, “আমি তার ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাবো, তখন সে বাধ্য হয়েই যোগ দেবে, আর না দিলেও আমার কোনও সমস্যা নেই।
ম্যাক্রোঁর এক সহযোগী জানিয়েছেন, এলিসে প্রাসাদ ট্রাম্পের মন্তব্য নোট করেছে এবং স্পষ্ট করে বলেছেন, কোনো তৃতীয় দেশের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করতে শুল্ক হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়।
ফরাসি ওয়াইন ও স্পিরিটস রপ্তানিকারকদের সংগঠন এফইভিএস-এর চেয়ারম্যান গ্যাব্রিয়েল পিকার্ড রয়টার্সকে বলেছেন, নতুন হুমকির আগেই আগের বাণিজ্যিক ব্যবস্থার কারণে গত বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের কার্যক্রমে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্র ফরাসি ওয়াইন ও মদের সবচেয়ে বড় বাজার। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ফরাসি ওয়াইন ও মদের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩.৮ বিলিয়ন ইউরো।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ওয়াইন ও মদের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। গত গ্রীষ্মে স্কটল্যান্ডে ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার পর ফ্রান্স এই শুল্ক শূন্যে নামিয়ে আনার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে।