The news is by your side.

সীমান্তে চোরাকারবারীদের গ্রেফতার দাবিতে  কলমাকান্দায় বিএনপির মানববন্ধন

0 160

নিজস্ব প্রতিবেদক

মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনা  কলমাকান্দার পাঁচগাও সীমান্ত এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলমাকান্দা বিএনপি  শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির  আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

মানববন্ধনে তিনি বলেন, “মাদক, সন্ত্রাস ও চোরাচালান আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তরুণ সমাজ ধ্বংসের মুখে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় না দেখে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

তিনি বলেন, “সরকারের দায়িত্ব শুধু বক্তৃতা দেওয়া নয়, এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি নিতে হবে।”

মানববন্ধনে উপস্থিত এলাকার ছিলেন কলমাকান্দা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । তারা মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা বলেন, জেলার প্রতিটি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী গণসচেতনতা তৈরি করতে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাবেন।

 

Leave A Reply

Your email address will not be published.