The news is by your side.

একসময় শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়ঙ্কা: প্রহ্লাদ কক্কর

0 233

নিজস্ব প্রতিবেদক

একসময় নাকি শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়ঙ্কা। দীর্ঘ দিন সেই সম্পর্ক ছিল বলে শোনা যায়। বলিউডে শাহরুখের এই একটিই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা শোনা যায়। ‘ডন’ (২০০৬) এবং ‘ডন ২’ (২০১১) এই দুই ছবিতে অভিনয়ের সময় নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। পর্দায়ও সেই রসায়ন ধরা পড়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বললেন পরিচালক প্রহ্লাদ কক্কর।

প্রিয়ঙ্কার ভূয়সী প্রশংসা করেছেন প্রহ্লাদ। তিনি বলেন, “প্রিয়ঙ্কা একটা পুতুলের মতো। ওর সঙ্গে কাজ করা খুব সহজ। ও খুব উচ্চাকাঙ্ক্ষী। নিজের মানসম্মান নিয়ে ও খুবই সতর্ক থাকে। ও নিজের পরিসরে সহজে কাউকে ঢুকতে দেয় না। তাই নিজের সম্পর্ক নিয়েও বরাবর চুপ থেকেছে।” প্রিয়ঙ্কা ও শাহরুখের সম্পর্ক একটা সময় বলিউডের আলোচনার কেন্দ্রে ছিল। কিন্তু সেই আলোচনায় কোনও প্রতিক্রিয়া দেননি প্রিয়ঙ্কা। প্রহ্লাদ তাই শাহরুখের নাম না করেই বলেছেন, “অনেকে অনেক কথা বলত তখন। প্রিয়ঙ্কা চুপ ছিল। সম্পর্কটা গভীর ছিল বলেই ও চুপ ছিল।”

প্রিয়ঙ্কার জন্য বলিউডে জায়গা করে নেওয়া খুব সহজ ছিল না বলে জানান প্রহ্লাদ। তাঁর কথায়, “প্রথমত ওর গায়ের রং শ্যামলা ছিল। দ্বিতীয়ত, ওর ত্বক খুব খারাপ ছিল। তাই ত্বকে অনেক প্রসাধনীর প্রয়োজন পড়ত। কিন্তু ওর চেহারার মধ্যে ব্যক্তিত্ব ছিল। ‘দোস্তানা’ ছবিতে অসাধারণ দেখতে লেগেছিল ওকে।” প্রহ্লাদের বক্তব্য, হলিউডেও নিজের পরিচিতি তৈরি করা নিয়ে প্রিয়ঙ্কা দৃঢ়প্রতিজ্ঞ ছিল। পরিচালক বলেন, “ইন্ডাস্ট্রি ভেবেছিল, প্রিয়ঙ্কার বয়স হয়ে গিয়েছে। কম বয়সি নায়িকার চরিত্রে মানাবে না। তার পরেই ও ঝুঁকি নিয়ে হলিউডে গিয়ে নতুন করে কর্মজীবন শুরু করে। ক’টা মানুষ এটা করতে পারে!”

 

Leave A Reply

Your email address will not be published.