আবাসিক প্রতিনিধি, ওয়াশিংটন ডিসি
গাজ়ার বাসিন্দাদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না! শনিবার মার্কিন তরফে বিজ্ঞপ্তি জারি করে গাজ়া থেকে আমেরিকায় আসতে চাওয়া নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সাধারণত, পর্যটন ভিসার মাধ্যমে গাজ়াবাসীরা আমেরিকায় চিকিৎসা করতে আসেন! গত বেশ কয়েক মাস ধরে সেই তালিকায় শিশুদের সংখ্যা বেশি দেখা যাচ্ছিল।
মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, ভিসার নেপথ্যের প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে পর্যালোচনা করা হবে। বলা হয়েছে, ‘‘আমরা সম্পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা না-করা পর্যন্ত গাজ়ার নাগরিকদের জন্য সমস্ত ভিজিটর ভিসা বন্ধ করা হচ্ছে।’’
গাজ়ার বাসিন্দাদের আমেরিকায় আসা নিয়ে কয়েক দিন ধরে দক্ষিণপন্থী নেত্রী লরা লুমার নানা ভাবে প্রচার করছেন। সমাজমাধ্যমে কখনও পোস্ট করে, আবার কখনও সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে ‘উদ্বেগপ্রকাশ’ করেছেন। অসুস্থদের নিয়ে গাজ়া আমেরিকায় যাওয়া বিশেষ বিমানগুলিকে ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ বলে সরব হয়েছেন লরা। তাঁর এই প্রচারের কারণেই কি মার্কিন বিদেশ দফতর এই সিদ্ধান্ত নেওয়া হল? উঠছে প্রশ্ন। কারণ, লরা ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থনে ঢালাও প্রচার করেছেন। তিনি অতি দক্ষিণপন্থী এবং ট্রাম্পের সক্রিয় সমর্থক হিসাবে পরিচিত। একাধিক বার ট্রাম্পের মুখে তাঁর প্রশংসা শোনা গিয়েছে। লরাকে ‘দেশপ্রেমী’ বলেও বার বার উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সপ্তাহ কয়েক আগে ‘এইচইএএল প্যালেস্টাইন’ নামক একটি অসরকারি সংস্থা একটি কর্মসূচি শুরু করেছিল। গাজ়া থেকে আমেরিকায় চিকিৎসা করাতে আসা বাসিন্দাদের, মূলত শিশুদের সব রকম সাহায্য করত তারা। মূলত এই সংস্থাই গাজ়া থেকে অসুস্থ শিশুদের আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করছিল। ওই সংস্থার দাবি, এখনও পর্যন্ত তারা ৬৩ জন শিশুকে গাজ়া থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে। তাদের আমেরিকার ন’টি শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।
গাজ়াবাসীদের জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বন্ধের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই সমালোচনার ঝড় উঠেছে। অনেকেরই প্রশ্ন, অসুস্থ শিশু কী ভাবে দেশের জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে? মানবিক কারণে ভিসা দেওয়ার পক্ষেও সওয়াল করেন অনেকে।
মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের নেপথ্যে লরার ভূমিকা রয়েছে এমন দাবিও উঠছে নানা মহলে। কারণ, ভিসা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লরা দাবি করেছেন, গত শুক্রবার তিনি আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো সঙ্গে কথা বলেছেন। আলোচনায় ছিল গাজ়া থেকে আমেরিকায় আসা অসুস্থ শিশুদের প্রসঙ্গও!