ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
২০ জানুয়ারি, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন জয়শঙ্কর।
২০ জানুয়ারি আমেরিকার সময় দুপুর ১২টায় শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটন, ডিসির ইউ ক্যাপিটনের ওয়েস্ট ফ্রন্টে হবে অনুষ্ঠান। শপথ নেওয়ার পরে ভাষণ দেবেন আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট। তার পরে ক্যাপিটলে প্রেসিডেন্টের কক্ষে গিয়ে রীতি মেনে কিছু একজিকিউটিভ অর্ডারে সই করবেন ট্রাম্প। স্ট্যাচুয়ারি হলে আয়োজন করা হবে মধ্যাহ্নভোজের। সেখানে উপস্থিত থাকবেন আমেরিকার কংগ্রেসের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিরা। পেনসিলভেনিয়া অ্যাভিনিউ ধরে চলবে কুচকাওয়াজ। শেষে ‘ইনগরাল বলস’ দিয়ে শেষ হবে উদযাপন। সরকারি ভাবে কাজ শুরু করবে নতুন প্রশাসন।