The news is by your side.

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ফেলোশিপ ঘোষণা

0 21

নিজস্ব প্রতিবেদক

বাংলা একাডেমি পরিচালিত ছয়টি সাহিত্য পুরস্কার এবং সাতটি সাম্মানিক ফেলোশিপ ঘোষণা করা হয়েছে।

২৮ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় এ পুরস্কার ও ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ।

‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ।

‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ।

‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন নাট্যজন নায়লা আজাদ।

‘আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

সামগ্রিক অবদানের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। পুরস্কারের অর্থমূল্য দুই লক্ষ টাকা।

অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪’ ঘোষণা করা হয়েছে। এ বছর ফেলোশিপ প্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধে মঈদুল হাসান, ইতিহাসে রিচার্ড এম ইটন, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডা. সায়েবা আখ্তার, বিজ্ঞানে ড. ফেরদৌসী কাদরী, ভাষা গবেষণায় সুগত চাকমা এবং শিল্পকলায় শহিদুল আলম ও শম্ভু আচার্য।

শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হবে। সকাল ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সভার কার্যক্রম শুরু হবে। এতে বাংলা একাডেমির মহাপরিচালক ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং একাডেমির সচিব ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করবেন।

পরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪ এবং আরো সাতজনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার প্রদান করা হবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.