The news is by your side.

‘প্রেমের দোকানদার’ নায়িকা পূজা চেরি

0 22

ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’তে ভিন্ন রূপে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এরই মধ্যে রায়হান রাফী পরিচালিত সিরিজটির শুটিং শেষ হয়েছে। নতুন বছরে একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি। সিরিজের একটা আইটেম গানের টিজারে সম্প্রতি দেখা মিললো। পূজা চেরি ধরা দিলেন অন্যরকম ভাবে।

২১ ডিসেম্বর রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। ‘আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা’ কথায় প্রায় ৪ মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন  চিত্রনায়িকা পূজা চেরি। গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে।

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটি সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।

গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। আবেদনময়ী রূপে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটার তারিফ করেছেন অনেক ভক্ত।

পূজা চেরি এই সিরিজে অভিনয় করেছেন ‘মিস শায়লা’ চরিত্রে।

‘প্রেমের দোকানদার’ আইটেম গানে পারফরমেন্স প্রসঙ্গে পূজা গণমাধ্যমকে বলেন, ‘আমার কাছে তো খুব ভালো রেসপন্স আসছে। বিভিন্ন মাধ্যমে গানটি ও আমার পারফরমেন্সের প্রশংসা পাচ্ছি। গানটিতে নেচে আমারও ভালো লেগেছে। কারণ সব সময় এতো সুন্দর গান পাওয়া যায় না। কনা আপু কি সুন্দর গেয়েছেন। এই গানে আমাকে গল্পের প্রয়োজনেই প্রেজেন্ট করা হয়েছে। বাড়তি কিছুই করিনি। ছবিটি দেখার পর গানটির সঙ্গে দর্শক আরও সংযোগ স্থাপন করতে পারবেন।’

প্রথমবার ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা কেমন- জানতে চাওয়া হলে পূজা বলেন, ‘সিনেমা, বিজ্ঞাপনচিত্রসহ সব মাধ্যমে কাজ করেছি। বাদ ছিল শুধু ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল। কিন্তু গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। এটা আমার প্রথম সিরিজ, ওয়েব সিরিজ করার আগ্রহ থেকেই এটির কাজ করা। সবচেয়ে বড় কথা, আমার নায়িকাজীবনের প্রথম সিনেমা ‘পোড়ামন টু’র পরিচালক রায়হান রাফী এই সিরিজের নির্মাতা। সিরিজটিতে গুণী অভিনয়শিল্পীরা আছেন, তাদের সঙ্গে কাজ করে শিখতে পারব। এই শেখার লোভ থেকে কাজটি করা। শিখেছিও।’

দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে কাজ করলেন পূজা। রাফীর হিট ‘পোড়ামন ২’-এ অভিনয় করেছিলেন পূজা। প্রথমবারের মতো তার পরিচালিত কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন ঢাকাই ছবির এই নায়িকা।

এই ওয়েব সিরিজে পূজা চেরি ছাড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। রায়হান রাফীর ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

 

Leave A Reply

Your email address will not be published.